India Foreign Secretary Visits Bangladesh । অশান্ত বাংলাদেশে সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব, করবেন দ্বিপাক্ষিক আলোচনাও
শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, দু’দেশের একাধিক বিষয় নিয়ে সচিব পর্যায়ে আলোচনা করতেই বাংলাদেশ যাচ্ছেন বিদেশ সচিব।
সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় অশান্ত রয়েছে পদ্মাপাড়ের বাংলাদেশ। এই পরিস্থিতিতে আগামী ৯ তারিখ বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, দু’দেশের একাধিক বিষয় নিয়ে সচিব পর্যায়ে আলোচনা করতেই বাংলাদেশ যাচ্ছেন বিদেশ সচিব। চিন্ময় প্রভুর আইনি অধিকার নিশ্চিত করা হবে বলেও আস্বস্ত করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তাঁর সুষ্ঠু ও স্বচ্ছ বিচারের ব্যাপারেও আলোচনা করতে পারেন সচিব। বিবৃতি অনুযায়ী এই সফরে একাধিক বৈঠক করবেন বিদেশ সচিব।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- ভারতীয় বিদেশমন্ত্রী
- বিদেশ সচিব
- ভারত-বাংলাদেশ
- ভারত