দেশ

দেশের প্রথম ইগলু রেস্তোরাঁ তৈরী হল গুলমার্গে, কি কি মিলছে ওখানে, চলুন জানা যাক

দেশের প্রথম ইগলু রেস্তোরাঁ তৈরী হল গুলমার্গে, কি কি মিলছে ওখানে, চলুন জানা যাক
Key Highlights

মনে আছে এস্কিমোদের বরফের ঘরের কথা? অল্পবিস্তর সকলেরই জানা এই বরফের ঘরের কথা। এস্কিমোদের এই বরফের ঘরকে বলা হয় ইগলু। এবার কাশ্মীরের গুলমার্গে তৈরি হয়েছে ভারতের প্রথম এবং এশিয়ার মধ্যে বৃহত্তম আয়তনের ইগলু রেস্তরাঁ। ভিতরে চেয়ার, টেবিল সমস্তই শুধু বরফ দিয়ে তৈরি। হাওয়া চলাচলের জন্য দেওয়ালে বরফ কেটে ছোট ছোট জানলা বানানো হয়েছে। সেখানে মোট ৪টি টেবিল ও ১৬ জনের বসার ব্যবস্থা আছে।