Paris Paralympic 2024 । প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে এলো পঞ্চম পদক! ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন রুবিনা ফ্রান্সিস
প্যারিসে প্যারালিম্পিক্সে ভারতের পঞ্চম পদক জয়। শ্যুটিংয়ে ব্রোঞ্জ আনলেন রুবিনা ফ্রান্সিস।
প্যারিসে প্যারালিম্পিক্সে ভারতের পঞ্চম পদক জয়। শ্যুটিংয়ে ব্রোঞ্জ আনলেন রুবিনা ফ্রান্সিস। আটজনকে নিয়ে হওয়া মহিলাদের শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টের ফাইনালে ২১১.১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেন রুবিনা। এর আগে অবনী লেখারা মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ইভেন্টে সোনা জিতেছিলেন, সেই একই ইভেন্টে ব্রোঞ্জ পান মোনা আগরওয়াল। এছাড়াও পুরুষদের বিভাগে মণীশ নারোয়াল ব্রোঞ্জ পান। ফলে এটা চলতি প্যারালিম্পিক্সে ভারতের হয়ে শ্যুটিংয়ে চতুর্থ পদক।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- অলিম্পিক্স