দেশ

গবেষণায় DCGI-এর সবুজ সংকেত, Covishield-Covaxin-র মিশ্র টিকাকরণ

গবেষণায় DCGI-এর সবুজ সংকেত, Covishield-Covaxin-র মিশ্র টিকাকরণ
highlightKey Highlights

আইসিএমআর গত ৮ই অগাস্ট সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানিয়েছেন, করোনার দুটি টিকা কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের মিশ্রিত ডোজ করোনার বিরুদ্ধে বেশি কার্যকরী। আইসিএমআর মোট ৯৮ জনের একটি দলকে প্রথম ডোজে কোভিশিল্ড ও দ্বিতীয় ডোজে কোভ্যাক্সিন দেওয়া হয়েছে। এই গবেষণায় দেখা গেছে ভিন্ন ভ্যাকসিনের ডোজ নেওয়ার ফলে তাদের দেহে বেশি অনাক্রমতার সৃষ্টি হয়েছে। এবার এই বিষয়ে গবেষণায় ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা DCGI।