Stock Exchange | বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেটের শিরোপা পেল ভারতের বম্বে স্টক এক্সচেঞ্জ!
Friday, June 14 2024, 11:58 am
Key Highlights
হংকংয়ের শেয়ার বাজারকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেটের শিরোপা পেল বম্বে স্টক এক্সচেঞ্জ।
বিশ্ব স্টক এক্সচেঞ্জ মার্কেটে ভারতের বড় সাফল্য। হংকংয়ের শেয়ার বাজারকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেটের শিরোপা পেল বম্বে স্টক এক্সচেঞ্জ। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, হংকংয়ের টোটাল মার্কেট ক্যাপ বা এমক্যাপ (mcap) ৫.১৭ ট্রিলিয়ন ডলার। সেখামে বম্বে স্টক এক্সচেঞ্জ তথা বিএসই-র ক্ষেত্রে এমক্যাপ (mcap) ৫.১৮ ট্রিলিয়ন ডলার। এই তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। তাদের টোটাল মার্কেট ক্যাপ ৫৬.৪৯ ট্রিলিয়ন ডলার। এর পরই তালিকায় চিন (৮.৮৪ ট্রিলিয়ন ডলার) ও জাপান (৬.৩০ ট্রিলিয়ন ডলার)।
- Related topics -
- দেশ
- ভারত
- অর্থনীতি
- অর্থনৈতিক
- শেয়ার বাজার