Indian AI | ChatGPT, Gemini, DeepSecকে টেক্কা! ১০ মাসের মধ্যেই আসছে ভারতের AI মডেল!

Thursday, January 30 2025, 2:19 pm
highlightKey Highlights

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, আগামী ১০ মাসের মধ্যেই আত্মপ্রকাশ ঘটাতে পারে সেই এআই মডেলের।


চ্যাটজিপিটি, জেমিনি, ডিপসিকের মতো ভারতও আনতে চলেছে নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই মডেল! ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, আগামী ১০ মাসের মধ্যেই আত্মপ্রকাশ ঘটাতে পারে সেই এআই মডেল। তিনি আরও জানান, ভারতের নিজস্ব এআই সিস্টেম তৈরির জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ১৮ হাজার ৬৯৩ জিপিইউ এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে।  ইতিমধ্যেই আগামী ৪ থেকে ৬ মাসের মধ্যেই এই এআই মডেল তৈরি হয়ে যাওয়ার কথা। যদিও এআই মডেল লঞ্চের জন্য ৮ থেকে ১০ মাস সময় লাগবে বলে জানান তথ্যপ্রযুক্তি মন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File