Aayush Shetty | চিনা তাইপে ওপেনে লি চিয়া হাওকে হারিয়ে জয় পেলেন ভারতপুত্র আয়ুষ শেঠি !

Wednesday, May 7 2025, 5:36 pm
highlightKey Highlights

অল ইংল্যান্ডের ফাইনালিস্ট লি চিয়া হাওকে হারিয়ে চমকে দিলেন ভারতের আয়ুষ শেঠি।


ব্যাডমিন্টনে ভারতপুত্রের বিশ্বজয়। চিনা তাইপে ওপেনে অল ইংল্যান্ডের ফাইনালিস্ট লি চিয়া হাওকে হারিয়ে দিলেন ভারতের আয়ুষ শেঠি। এই মরশুমে প্রথম থেকেই আগ্রাসী খেলছিলেন আয়ুষ। প্রথম গেমটা ২১:১৭ পয়েন্টে জেতেন ভারতীয় তরুণ। দ্বিতীয় গেমটা ২১:১৮তে জেতেন তিনি। আর এই জয়ের মাধ্যমেই প্রি কোয়ার্টারে পৌঁছলেন তিনি। সেখানে তিনি মুখোমুখি হবেন বিশ্বের প্রাক্তন এক নম্বর শাটলার কিদাম্বি শ্রীকান্তের। শ্রীকান্ত শেষ ১৬তে উঠেছেন ভারতীয় শাটলার শঙ্কর সুব্রমণিয়ামকে ২১:১৬, ২১:১৫ পয়েন্টে হারিয়ে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File