Jyoti Malhotra | ISI চরকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন সুন্দরী ‘দেশদ্রোহী’ জ্যোতি! তদন্তকারীদের হাতে WhatsApp চ্যাট!
Wednesday, May 21 2025, 10:30 am

সুন্দরী ‘দেশদ্রোহী’ জ্যোতি এবং আলি হাসান নামে একজন ISI চরের হোয়াটসঅ্যাপ চ্যাট তদন্তকারীদের হাতে এসেছে।
ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তাকে গ্রেফতার করে চলছে তদন্ত। জানা গিয়েছে, সুন্দরী ‘দেশদ্রোহী’ জ্যোতি এবং আলি হাসান নামে একজন ISI চরের হোয়াটসঅ্যাপ চ্যাট তদন্তকারীদের হাতে এসেছে। আর সেখানেই দেখা গিয়েছে, ওই ISI চরকে বিয়ের প্রস্তাব দিয়েছেন জ্যোতি। এমনকি বিয়ের পর পাকিস্তানে চলে যাওয়ার কথাও বলছেন তিনি। তদন্তকারীদের দাবি, ISI চর হাসানের সঙ্গে রীতিমতো প্রেমের সম্পর্কেই জড়িয়ে পড়েছিলেন ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা।