Vinesh-Punia | আনুষ্ঠানিকভাবে হাত শিবিরের সঙ্গে হাত মেলালেন কুস্তিগীর ভিনেশ ফোগাত এবং বজরং পুনিয়া
কংগ্রেসে যোগদানের আগে রেলের চাকরি থেকে ইস্তফা দেন ভিনেশ ফোগাত।
আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করলেন ভারতের কুস্তিগীর ভিনেশ ফোগাত এবং বজরং পুনিয়া। শুক্রবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে পৌঁছন অলিম্পিয়ানরা। তারপরই কংগ্রেস ভবনে হাত শিবিরের পতাকা হাতে তুলে নেন দুই কুস্তিগির। বলাবাহুল্য, যোগদানের আগে রেলের চাকরি থেকে ইস্তফা দেন ভিনেশ। জানা গিয়েছে, আসন্ন হরিয়ানার বিধানসভা নির্বাচনে ভিনেশ ফোগাতকে জিন্দ জেলার জুলানা বিধানসভা আসন থেকে কংগ্রেসের টিকিটে প্রার্থী করা হতে পারে। তবে বজরং পুনিয়াকে টিকিট দেওয়া হবে কিনা, তা নিয়ে কোনও খবর প্রকাশ্যে আসেনি।