Bangladesh Women vs India Women । বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠলো ভারতীয় মহিলা ক্রিকেট দল
বাংলাদেশকে পেছনে ফেলে মহিলাদের এশিয়া কাপে আরও এক ধাপ এগিয়ে গেলো ভারতীয় মহিলা ক্রিকেট দল।
বাংলাদেশকে পেছনে ফেলে মহিলাদের এশিয়া কাপে আরও এক ধাপ এগিয়ে গেলো ভারতীয় মহিলা ক্রিকেট দল। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম সেমি ফাইনাল ম্যাচে বিনা উইকেটে ৮৩ রান তুলে ফেলে ভারতের মেয়েরা। এদিকে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮০ রান করে। এশিয়া কাপের দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচটি শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে আয়োজন করা হবে। এই ম্যাচে যে দল জয়লাভ করবে, ফাইনালে তাদেরই ভারতের বিরুদ্ধে খেলতে হবে। আগামী ২৮ জুলাই ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে।