India Women vs Australia Women | অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ODI ম্যাচে পরাজিত হরমনপ্রীত-মন্ধনারা

Thursday, December 5 2024, 11:22 am
highlightKey Highlights

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে পরাজিত ভারতের মহিলা ক্রিকেট দল।


ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে পরাজিত ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথম ওডিআই ম্যাচে ৩৪.২ ওভারেই অলআউট হয়ে যায় ভারতীয় মহিলা ব্রিগেড। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন ৩১ বলে ১৭ রান। স্মৃতি মন্ধনা করলেন মাত্র ৩ রান, আরেক ওপেনার প্রিয়া পুনিয়া করলেন ৮। পাঁচ নম্বরে ব্যাটিং করতে এসে জেমিমা রদ্রিগেজ করলেন ৪২ বলে ২৩ রান, যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। রেনুকা সিং, একাই ৭ ওভারে নেন ৩ উইকেট। প্রিয়া মিশ্রা নেন ২ উইকেট। তবে ১৬.২ ওভারেই জয় ছিনিয়ে নেয় অজিরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File