প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করলেন মিতালি রাজ
Friday, March 12 2021, 2:23 pm
Key Highlightsঅনন্য নজির গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করলেন তিনি। বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসাবে দশ হাজারের মাইলফলক স্পর্শ করলেন মিতালি।টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি, তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন মিতালি। বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের গণ্ডি টপকে যান ভারতের ওয়ান ডে ক্যাপ্টেন। মিতালি ছাড়া এই কৃতিত্ব রয়েছে শুধুমাত্র ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসের। তিনি তিন ফর্ম্যাট মিলিয়ে ৩০৯টি আন্তর্জাতিক ম্যাচে ১০২৭৩ রান সংগ্রহ করেছেন।
- Related topics -
- খেলাধুলা
- মহিলা ক্রিকেটার
- মিতালি রাজ

