খেলাধুলা

India Test Captain | রোহিতের সিংহাসনে বসতে চলেছেন গিল? টেস্টের অধিনায়কত্ব পাচ্ছেন তরুণ রাজপুত্র!

India Test Captain | রোহিতের সিংহাসনে বসতে চলেছেন গিল? টেস্টের অধিনায়কত্ব পাচ্ছেন তরুণ রাজপুত্র!
Key Highlights

রিপোর্টে প্রকাশ, অধিনায়ক হতে পারেন শুভমন গিল। রোহিতের পর তাঁর নামই ঘোরাফেরা করছিল।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। এবার অধিনায়কত্বে কে বসবেন তা নিয়ে দলের অন্দরে চলছে জোর জল্পনা। সূত্রের খবর, ২৪ তারিখ, শনিবার ইংল্যান্ড সিরিজ়ের জন্য স্কোয়াড তালিকা ঘোষণা করবে BCCI। ঘোষণা হবে অধিনায়কের নামও। সূত্রের খবর, অধিনায়ক হতে পারেন শুভমন গিল। তবে সহ অধিনায়ক কে তা এখনও পুরোপুরি অনিশ্চিত। তবে কয়েকজনের নাম সামনে আসছে যাদের মধ্যে প্রথমেই রয়েছেন কে এল রাহুল, ঋষভ পন্থ। তবে ফিটনেসের কারণে এই দলে অনিশ্চিত মহম্মদ শামি। চোটের কারণে তিন ম্যাচের বেশি খেলতে পারবেন না বুমরাও।