PV Sindhu | গাঁটছড়া বাঁধলেন দু’বারের অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় শাটলার পি ভি সিন্ধু
উদয়পুরে বিয়ের বাঁধনে বাঁধলেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু।রবিবার, ২২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসলেন।
উদয়পুরে বিয়ের বাঁধনে বাঁধলেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু। রবিবার, ২২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসলেন। ২০ ডিসেম্বর সঙ্গীত হয় এবং পরের দিন হলদি, পেলিকুথুরু এবং মেহেন্দি অনুষ্ঠিত হয়। তারকা শাটলার বিয়ে করলেন বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা বেঙ্কট দত্ত সাই। সিন্ধুর স্বামী বর্তমানে পসিডেক্স টেকনোলজির এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে রয়েছেন। হায়দরাবাদের এই সংস্থা ডেটা ম্যানেজমেন্ট ও অ্যানালিটিক্স সলিশনের ওপর কাজ করে। আগামী ২৪ ডিসেম্বর হায়দরাবাদে আয়োজিত হচ্ছে দু’বারের অলিম্পিক্স পদকজয়ীর রিসেপশন পার্টি।
- Related topics -
- খেলাধুলা
- পিভি সিন্ধু
- বিবাহ
- ভাইরাল
- সেলিব্রিটি