Scientist Urbasi Sinha | ভারতীয় বিজ্ঞানীর আন্তর্জাতিক সন্মান, গেটস কেমব্রিজ ইমপ্যাক্ট পুরস্কার জিতলেন পদার্থবিজ্ঞানী উর্বশী সিনহা
পদার্থবিজ্ঞানী উর্বশী সিনহা গেটস কেমব্রিজ ইমপ্যাক্ট পুরস্কার জিতলেন।
ঐতিহ্যবাহী গেটস কেমব্রিজ স্কলারশিপ প্রোগ্রামের ২৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে গেটস কেমব্রিজ ইমপ্যাক্ট পুরস্কার দেওয়া হলো মোট ৮ জন বিজ্ঞানীকে। তালিকায় নাম রয়েছে ভারতীয় পদার্থবিজ্ঞানী উর্বশী সিনহার। তিনি রমন রিসার্চ ইনস্টিটিউটের কোয়ান্টাম ইনফরমেশন এবং কম্পিউটিংয়ের অধ্যাপক। কোয়ান্টাম কম্পিউটিং এবং প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্যে তিনি এই পুরস্কার পেয়েছেন। এর আগেও ২০২৪ সালে ‘রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার’, ‘যুবশান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার’ পেয়েছেন তিনি। পুরস্কারের খবর পেয়ে আপ্লুত উর্বশী সিনহা, গর্বিত ভারতের পদার্থবিজ্ঞানী মহলও।