Dutee Chand । গাড়ি দুর্ঘটনার কবলে ভারতীয় দৌড়বিদ দ্যুতি চাঁদ! ঘাড় ধরে লরিচালককে তুলে দিলেন পুলিশের হাতে

Friday, December 13 2024, 5:17 pm
highlightKey Highlights

অল্পের জন্য রক্ষা পেলেন ভারতীয় দৌড়বিদ দ্যুতি চাঁদ। ভুবনেশ্বরে ফেরার পথে তাঁর গাড়িকে ধাক্কা দেয় এক লরি। লরিচালক গ্রেফতার হয়েছে।


বৃহস্পতিবার সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে নিজের পৈত্রিক ভিটে জয়পুর থেকে  গাড়িতে করে ভূবনেশ্বর ফিরছিলেন ভারতীয় দৌড়বিদ দ্যুতি চাঁদ। কটকের ওএমপি স্কোয়ারের কাছে একটি লরি হঠাৎই তাঁর বিএমডাব্লুতে ধাক্কা মারে। এর জেরে আঘাত লাগে তাঁর, গাড়িরও বেশ খানিকটা ক্ষতি হয়। কোনোমতে গাড়ি থেকে নেমে পলায়নরত লরিচালককে আটকান তিনি। তাঁকে তুলে দেন পুলিশের হাতে। দ্যুতির অভিযোগ, বারবার জায়গা ছেড়ে দিলেও সরছিল না লরিটি। ইচ্ছাকৃতভাবে তাঁর গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছিল লরিচালক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File