Tatkal Ticket | বদলাচ্ছে তৎকাল টিকিট কাটার নিয়মনীতি? বড় আপডেট দিলো রেল
Sunday, April 13 2025, 7:16 am

সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু পোস্ট, যেখানে দাবি করা হয়েছে ১৫ এপ্রিল থেকে তৎকালে টিকিট কাটার সময় বদলে যাচ্ছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দাবি করছে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম বদলে গিয়েছে। বদলেছে প্রিমিয়াম তৎকালের সময়ও। সত্যিই কি বদলেছে? উত্তর দিল আইআরসিটিসি। ভারতীয় রেলওয়ের দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিংয়ের দায়িত্বে রয়েছে আইআরসিটিসি। আইআরসিটিসি জানাচ্ছে, তৎকাল ও প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিংয়ের সময়ে কোনও পরিবর্তন করা হয়নি। উল্লেখ্য, আইআরসিটিসির নিয়ম অনুযায়ী, যাত্রার একদিন আগে অনলাইনে তৎকাল ই টিকিট কাটা যায়। নন এসি কোচে তৎকালের বুকিং শুরু হয় সকাল ১১টা থেকে।
- Related topics -
- দেশ
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেলমন্ত্রী
- রেলভবন
- সুপারফাস্ট টিকিট বুকিং
- মাসিক টিকিট
- প্লাটফর্ম টিকিটের মূল্যবৃদ্ধি
- আইআরসিটিসি
- রেল মন্ত্রক
- ভারতীয় রেলওয়ে
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।