Indian Railways Neer | ট্রেনে জলের দাম হলো আরও সস্তা, স্বস্তিতে রেলযাত্রীরা

ভারতীয় রেলওয়ের তরফে ঘোষণা করা হয়েছে, এবার থেকে রেল নীরের এক লিটার জলের বোতলের দাম পড়বে ১৪ টাকা।
নতুন জিএসটি রেট কার্যকর হতেই দাম কমল রেল নীর জলের বোতলের। ভারতীয় রেলওয়ের তরফে ঘোষণা করা হয়েছে, আগে রেল নীরের এক লিটার জলের বোতলের দাম ছিল ১৫ টাকা। এবার থেকে রেল নীরের এক লিটার জলের বোতলের দাম পড়বে ১৪ টাকা। ৫০০ মিলিলিটারের জলের বোতলের দাম পড়বে ৯ টাকা। আগে এর দাম ছিল ১০ টাকা। রেলের সমস্ত জেনারেল ম্যানেজার ও আইআরসিটিসির সিএমডির উদ্দেশে ইতিমধ্যেই বিবৃতি জারি করা হয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে রেলনীরের নতুন দাম কার্যকর হবে। কিছুটা স্বস্তিতে রেলযাত্রীরা।