Railway | রেলের কবচ নিয়ে বড় পদক্ষেপ! সুরক্ষা ব্যবস্থার জন্য ৫ হাজার কোটির টেন্ডার ডাকতে চলেছে ভারতীয় রেল!

Tuesday, June 18 2024, 8:13 am
Railway | রেলের কবচ নিয়ে বড় পদক্ষেপ! সুরক্ষা ব্যবস্থার জন্য ৫ হাজার কোটির টেন্ডার ডাকতে চলেছে ভারতীয় রেল!
highlightKey Highlights

দেশের ব্যস্ততম রেল রুটগুলির মধ্যে ১০ হাজার কিমি পথ জুড়ে কবচ স্বয়ংক্রিয় রেল সুরক্ষা ব্যবস্থা কার্যকর করতে ৫ হাজার কোটির টেন্ডার ডাকতে চলেছে রেল।


একের পর এক রেল দুর্ঘটনার সাক্ষী থাকছে ভারত। যার জেরে দেশের ব্যস্ততম রেল রুটগুলির মধ্যে ১০ হাজার কিমি পথ জুড়ে কবচ স্বয়ংক্রিয় রেল সুরক্ষা ব্যবস্থা কার্যকর করতে ৫ হাজার কোটির টেন্ডার ডাকতে চলেছে রেল। আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ৫ হাজার কিলোমিটার জুড়ে কবচ ব্যবস্থা কার্যকর করার জন্য দুটি পৃথক দরপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই ৬ হাজার কিমি রেলপথে কবচ ইনস্টল করার রূপরেখা তৈরি হয়ে গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File