SwaRail Super App | অবশেষে স্বমহিমায় সামনে এলো ‘স্বরেল’ অ্যাপ, ডাউনলোডের সুযোগ পাবেন মাত্র ১০০০ জন!
Saturday, February 1 2025, 6:04 pm
Key Highlights
ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে প্ল্যাটফর্ম টিকিট, খাবার অর্ডার, ট্রেনের শিডিউল মনিটর সকল পরিষেবা মিলবে এই একটি অ্যাপেই। শুরু হলো অ্যাপের টেস্টিং।
রেলের সবরকম পরিষেবাকে এক ছাদের তলায় আনতে একটি সুপার অ্যাপ তৈরীর ঘোষণা করেছিলো ভারতীয় রেল। অবশেষে ৩১/০১/২০২৫ তারিখে অ্যাপটি জনসাধারণের প্রকাশ্যে এনেছে রেল কতৃপক্ষ। যদিও অ্যাপটি বিটা টেস্টিং পর্বে রয়েছে। ফলে ১০০০ জনই ডাউনলোড করতে পারবেন এই 'স্বরেল সুপার অ্যাপ'। যাত্রীদের সাড়া পেলেই ১০০০০ জন ডাউনলোডের জন্য উপলব্ধ করা হবে অ্যাপটি। এবার থেকে ট্রেনের টিকিট বুকিং, প্ল্যাটফর্ম টিকিট কাটা, খাবার অর্ডার, ট্রেনের শিডিউল মনিটর ইত্যাদি সকল পরিষেবা মিলবে একটি অ্যাপেই।
- Related topics -
- দেশ
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- রেল পরিষেবা