Indian Railway | রেলযাত্রীদের সুরক্ষার্থে প্রায় ১০ হাজার ট্রেনে অত্যাধুনিক “কবচ”! আপাতত দু’টি ব্যস্ততম রুটে বসছে ‘কবচ ৪.০’
প্রায় ১০ হাজার ট্রেনে অত্যাধুনিক দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা তথা “কবচ” বসানোর পরিকল্পনার কথা ঘোষণা করলো ভারতীয় রেল।
বারংবার রেল দুর্ঘটনায় ভারতের রেলযাত্রীদের সুরক্ষা নিয়ে একাধিকবার উঠেছে প্রশ্ন। এঅবস্থায় প্রায় ১০ হাজার ট্রেনে অত্যাধুনিক দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা তথা “কবচ” বসানোর পরিকল্পনার কথা ঘোষণা করলো ভারতীয় রেল। কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, আপাতত দু’টি ব্যস্ততম রুটে এই ‘কবচ’ বসানোর পরিকল্পনা করা হয়েছে। একটি- দিল্লি-মুম্বই এবং অন্যটি দিল্লি-হাওড়া। এই প্রক্রিয়া এই অর্থবর্ষের মধ্যেই শেষ করা হবে বলেও জানান তিনি। নতুন এই কবচের নাম রাখা হয়েছে ‘কবচ ৪.০’।
- Related topics -
- দেশ
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- অশ্বিনী বৈষ্ণব