India’s First Bullet | দেশের প্রথম বুলেট ট্রেন তৈরী হবে ভারতেই, কোচ তৈরির জন্য BEMLকে দায়িত্ব দিলো ভারতীয় রেল
উচ্চগতি সম্পন্ন ট্রেনের কোচ তৈরির জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML)কে দায়িত্ব দিয়েছে ভারতীয় রেল।
ভারতের বুলেট ট্রেন তৈরী হবে দেশেই। ইতিমধ্যেই উচ্চগতি সম্পন্ন ট্রেনের কোচ তৈরির জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML)কে দায়িত্ব দিয়েছে ভারতীয় রেল। ভারত আর্থ মুভার্স লিমিটেড যে ২টি বুলেট ট্রেনের তৈরির বরাত পেয়েছে, তার প্রত্যেকটিতে থাকবে ৮টি করে বগি। প্রতি বগি তৈরিতে খরচ হবে ২৭.৮৬ কোটি টাকা। বিইএমএল জানিয়েছে, ৮৬৭ কোটি টাকার চুক্তি হয়েছে। ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে চলবে ওই ট্রেন। মুম্বই এবং আমেদাবাদের মধ্যে চালু হবে দেশের প্রথম বুলেট ট্রেন।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- বুলেট ট্রেন
- বাণিজ্য