Indian Railway | দীপাবলি ও ভাইফোঁটার উপহার রেলের, বাংলা থেকে বেঙ্গালুরু চলবে স্পেশাল ট্রেন
Wednesday, October 22 2025, 5:00 pm
Key Highlightsভাইফোঁটার দিন বাংলা থেকে বেঙ্গালুরু যাওয়ার জন্য একটি স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ।
দীপাবলি ও ভাইফোঁটার আবহে ভাইদের জন্যে বিশেষ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের। এদিন বিজ্ঞপ্তি জারি করে রেল কতৃপক্ষ জানিয়েছে, ২৩ অক্টোবর খড়্গপুর থেকে বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে ছাড়বে ০৬২৬৪ খড়্গপুর-কেএসআর বেঙ্গালুরু স্পেশাল ট্রেন। ২৫ অক্টোবর রাত সাড়ে ১১টায় পৌঁছবে বেঙ্গালুরুতে। বালেশ্বর, ভদ্রক, ভুবনেশ্বর, খুরদা রোড, ব্রহ্মপুর, পালাসা, শ্রীকাকুলাম রোড, বিজয়ওয়াড়া, নেল্লোর হয়ে বেঙ্গালুরু পৌঁছবে ট্রেনটি। মোট ২০টি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি।
- Related topics -
- দেশ
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বেঙ্গালুরু
- ট্রেন
- লোকাল ট্রেন
- বুলেট ট্রেন
- দূরপাল্লার ট্রেন
- স্থানীয় ট্রেন পরিষেবা

