Puri Train Tickets | রথের আগের পুরী যাওয়া আরও সহজ, বিশেষ উদ্যোগ নিলো ভারতীয় রেল!
Thursday, May 15 2025, 6:12 pm
Key Highlightsবৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এবার থেকে ২২৮৯৫/২২৮৯৬ হাওড়া পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে ২০টি কোচ থাকবে।
প্রতি বছর রথের সময় সংখ্যা ভক্ত পুরী গিয়ে থাকেন। আগামী ২৭ জুন রথযাত্রা আছে। এবছরও ভক্তরা সেই মতো ট্রেনের টিকিট কাটতে শুরু করে দিয়েছেন। তবে এবার রথের আগেই পুরী যাওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিলো ভারতীয় রেল। বাড়ানো হলো হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে কোচের সংখ্যা। বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এবার থেকে ২২৮৯৫/২২৮৯৬ হাওড়া পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে ২০টি কোচ থাকবে। এসি চেয়ার কার থাকবে ১৮টি। ১৬ মে থেকেই অতিরিক্ত কোচ যুক্ত হবে বলে খবর।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- ট্রেন
- পুরী
- জগন্নাথ মন্দির
- রথযাত্রা

