দেশ

Indian Railway | ট্রেনের ওয়েটিং লিস্টে রয়েছে নাম? যাত্রী সুবিধার্থে বড় পদক্ষেপ নিলো রেল কর্তৃপক্ষ!

Indian Railway | ট্রেনের ওয়েটিং লিস্টে রয়েছে নাম? যাত্রী সুবিধার্থে বড় পদক্ষেপ নিলো রেল কর্তৃপক্ষ!
Key Highlights

অনেক ক্ষেত্রে RAC বা খুব ভাগ্য ভাল হলে সরাসরি কোনও পূর্ণ আসন মিলে যায়। তবে আসন না পেলে যাত্রীর টিকিট বাতিল করে টাকা ফেরত দিয়ে দেয় কর্তৃপক্ষ।

 দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার পর আসন মিলবে কি না তা নিয়ে সর্বক্ষণ চিন্তা চলতে থাকে যাত্রীর। অনেক ক্ষেত্রে RAC বা খুব ভাগ্য ভাল হলে সরাসরি কোনও পূর্ণ আসন মিলে যায়। তবে আসন না পেলে যাত্রীর টিকিট বাতিল করে টাকা ফেরত দিয়ে দেয় কর্তৃপক্ষ। কিন্তু গন্তব্যস্থলে কীভাবে যাওয়া যাবে তা নিয়ে নতুন দুশ্চিন্তা শুরু হয়। এবার এই সমস্যার সমাধান করলো রেল কর্তৃপক্ষ। এবার থেকে ৪ ঘন্টা নয়, ৮ ঘন্টা আগেই যাত্রী তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ কেউ যদি ট্রেনে আসন নাও পান, অন্তত তার কাছে বিকল্প পথ নেওয়ার একটা সুযোগ থাকবে।