Keir Starmer । ব্রিটেনে ১৪ বছর ফের লেবার পার্টির সরকার গঠন করতে চলেছেন স্টার্মার! ব্রিটিশ নির্বাচনে দাপট দেখালেন ভারতীয় বংশোদ্ভূতরা!

Friday, July 5 2024, 10:07 am
highlightKey Highlights

১৪ বছর পর ব্রিটেনে জয় পেল লেবার পার্টি। ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেন ৬১ বছর বয়সি কেইর স্টার্মার।


১৪ বছর পর ব্রিটেনে জয় পেল লেবার পার্টি। ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেন ৬১ বছর বয়সি কেইর স্টার্মার। ৬৫০ আসনের মধ্যে ৪১১টি চলে গিয়েছে স্টার্মারের দখলে। ২০১০ সালের পর এই প্রথম ফের লেবার পার্টির কোনও নেতার ঠিকানা হতে চলেছে ১০, ডাউনিং স্ট্রিট। উল্লেখ্য, বিরোধী লেবার পার্টি থেকে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত সাংসদ। যার মধ্যে অন্তত ১০ জন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী জয় নিশ্চিত করেছেন। জয়ী ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে প্রথমেই রয়েছেন ঋষি সুনাক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File