Australian Open । অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচের মুখোমুখি এক ভারতীয় টেনিস তারকা, ওয়াইল্ডকার্ড এনট্রি করবে হাড্ডাহাড্ডি লড়াই
Thursday, January 9 2025, 2:44 pm
![highlight](/img/target.png)
নীশেষ বাসবরেড্ডি হলেন ১৯ বছর বয়সি একজন আমেরিকান টেনিস খেলোয়াড়। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এ নোভাক জকোভিচের মুখোমুখি হবেন বাসবরেড্ডি।
শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ান ওপেন। এবার এই টেনিসের মহারণে ওয়াইল্ডকার্ড পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় নীশেষ বাসবরেড্ডি। তিনি এবার টেনিস লেজেন্ড নোভাক জকোভিচের বিরুদ্ধে খেলবেন। ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচে জন্মগ্রহণকারী এবং ইন্ডিয়ানার কারমেলে বেড়ে ওঠা ১৯বছর বয়সী বাসবরেড্ডি আমেরিকান টেনিসের অন্যতম প্রতিভা। ATP চ্যালেঞ্জার ট্যুরে তিনি দুর্দান্ত খেলেছিলেন। ২০২৪ সালে ATP র্যাঙ্কিংয়ে ৪৫৭ থেকে উঠে এসেছিলেন ১৩৮ নম্বরে। এই র্যাঙ্কিংয়ের জোরেই অস্ট্রেলিয়ান ওপেনে ২৩ বার গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচের বিরুদ্ধে দাঁড়াবেন তিনি।