Shefali Verma | ফাইনালের স্কোরবোর্ডে শেফালি ভার্মার নামের পাশে উজ্বল ৮৭! প্রোটিয়াদের টার্গেট কত?

ভারতের স্কোরবোর্ডে তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৮৭ রান। ১৩ রানের জন্য ফাইনালের মঞ্চে সেঞ্চুরি হাতছাড়া করলেন।
ভারতীয় ওপেনার প্রতীকা রাওয়াল চোট পেতেই আজ বিশ্বকাপে শিকে ছিঁড়েছিল শেফালি ভার্মার (Shafali Verma)। ২১ বছরে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল সে। ফাইনালের মঞ্চে জ্বলে উঠলেন তিনি। এদিন খেলতে নেমে প্রথম ওভারেই বাউন্ডারি দিয়ে শুরু করে তরুণ ক্রিকেটার। ৭টি ৪ ও ২টি ছয় দিয়ে ইনিংস সাজালো ভারতীয় দলের এই ওয়াইল্ড কার্ড এন্ট্রি। স্কোরবোর্ডে তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৭৮ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস। ২৯৮ রানে ভারতের ইনিংস শেষ। বিশ্বজয়ের জন্য প্রোটিয়াদের তুলতে হবে ২৯৯ রান।
