Indian Oil | রান্নার পোড়া তেল দিয়ে উড়বে বিমান! সাসটেনেবল অ্যাভিয়েশন ফুয়েল তৈরী করছে ইন্ডিয়ান অয়েল!

Wednesday, August 20 2025, 6:05 am
Indian Oil | রান্নার পোড়া তেল দিয়ে উড়বে বিমান! সাসটেনেবল অ্যাভিয়েশন ফুয়েল তৈরী করছে ইন্ডিয়ান অয়েল!
highlightKey Highlights

হরিয়ানার পানিপত রিফাইনারিতে ব্যবহৃত রান্নার তেল থেকে সাসটেনেবল অ্যাভিয়েশন ফুয়েল তৈরি করা শুরুও করে দিয়েছে এই সংস্থা।


এবার রান্নার তেল দিয়ে উড়বে বিমান! আর এই কাজটি করতে চলেছে ইন্ডিয়ান অয়েল। সম্প্রতি ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান অরবিন্দর সাহানি জানিয়েছেন, রেস্তোরাঁ, হোটেল সহ অনেক গৃহস্থের হেঁসেলেও ভাজাভুজির পর ফেলে দেওয়া হয় পোড়া তেল। সেই ব্যবহৃত রান্নার তেল থেকে সাসটেনেবল অ্যাভিয়েশন ফুয়েল (SAF) তৈরি করবে ইন্ডিয়ান অয়েল। এমনকি হরিয়ানার পানিপত রিফাইনারিতে ব্যবহৃত রান্নার তেল থেকে সাসটেনেবল অ্যাভিয়েশন ফুয়েল তৈরি করা শুরুও করে দিয়েছে এই সংস্থা। সেই সঙ্গে এই ফুয়েল ICAO থেকে ISCC সার্টিফিকেট পেয়েছে বলেও খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File