Indian Navy | ভারত মহাসাগরে ক্রমাগত এগোচ্ছে চিনা নৌবাহিনী, সেনা আটকাতে সাবমেরিন কিনছে ভারত

Sunday, September 7 2025, 6:02 pm
highlightKey Highlights

প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র বলছে, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রায় ১ লক্ষ কোটি টাকার চুক্তি চূড়ান্ত হতে চলেছে।


প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, আগামী বছরের মাঝামাঝি সময়ে প্রায় ১ লক্ষ কোটি টাকার চুক্তিতে একাধিক সাবমেরিন বা ডুবোজাহাজ পাবে ভারত। প্রথমে ৩৬ হাজার কোটির চুক্তিতে তিনটি স্করপিওন শ্রেণির সাবমেরিন যৌথভাবে তৈরি করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা মাজাগন ডক লিমিটেড ও ফরাসি সংস্থা নেভাল গ্রুপ। ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির অধীনে প্রায় ৬৫ হাজার কোটি টাকা ব্যয়ে ছয়টি অত্যাধুনিক ডিজেল-ইলেকট্রিক স্টেলথ সাবমেরিন তৈরী করবে জার্মানির থাইসেনক্রুপ মেরিন সিস্টেমস ও মাজাগন ডক লিমিটেড। চিনের নৌবাহিনীকে টেক্কা দিতে চলেছে ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File