Indian Navy | ২৬টি রাফালে যুদ্ধবিমান কিনছে নৌসেনা! ফ্রান্সের সঙ্গে স্বাক্ষর ৬৩ হাজার কোটি টাকার চুক্তি!
Monday, April 28 2025, 11:16 am
Key Highlightsনৌসেনাকে শক্তিশালী করতে ফ্রান্সের থেকে ২৬টি রাফালে যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষর করলো ভারত।
পহেলগাঁও হামলার পর নিজের শক্তি বাড়াচ্ছে ভারতের সেনা। নৌসেনাকে শক্তিশালী করতে ফ্রান্সের থেকে ২৬টি রাফালে যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষর করলো ভারত। সবমিলিয়ে ৬৩ হাজার কোটি টাকার চুক্তি করবে দুই দেশ। সেনা সূত্রে খবর, ভারতীয় নৌবাহিনী ২২টি একক আসনবিশিষ্ট রাফাল মেরিন ফাইটার জেট এবং ৪টি দ্বৈত আসনের বিমান পাবে। এছাড়াওরক্ষণাবেক্ষণ ও লজিস্টিক সাপোর্ট প্যাকেজ, নৌসেনাদের প্রশিক্ষণ ইত্যাদি নিয়েও চুক্তি স্বাক্ষর হবে। যদিও কয়েকদিন পরে ভারতে রাফালে পাঠানো শুরু হবে। ২০৩১ সালের মধ্যে ২৬টি রাফালে চলে আসবে ভারতে।
- Related topics -
- দেশ
- ভারত
- সেনাবাহিনী
- ভারতীয় সেনা
- ভারতীয় সেনা
- ভারতীয় নৌবাহিনী
- রাফাল যোদ্ধা
- ফ্রান্স
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী

