দেশ

INS Arnala | শক্তি বাড়লো নৌবাহিনীর, হাতে এলো ডিজেলে চলা ভারতের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ ‘INS আর্নাল’!

INS Arnala | শক্তি বাড়লো নৌবাহিনীর, হাতে এলো ডিজেলে চলা ভারতের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ ‘INS আর্নাল’!
Key Highlights

এই জাহাজটি ভারতের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ যা ডিজেল ইঞ্জিনে চলে।

বাড়লো ভারতের নৌবাহিনীর শক্তি। বৃহস্পতিবার ভারতীয় নৌ বাহিনীর হাতে তুলে দেওয়া হলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরী অত্যাধুনিক অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট সিরিজ়ের প্রথম জাহাজ ‘INS আর্নাল’ (INS Arnala)। এই যুদ্ধ জাহাজটির নকশা থেকে শুরু করে নির্মাণ সবই হয়েছে ভারতের মাটিতে এবং ভারতীয় ইঞ্জিনিয়ারদের হাতে। INS আর্নাল গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এবং অগভীর জলেও শত্রুপক্ষের ডুবোজাহাজের সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা রাখে। এই জাহাজটি ভারতের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ যা ডিজেল ইঞ্জিনে চলে।