দেশ

Indian Navy | আরব সাগরে মিসাইল ফায়ার করল ভারতীয় নৌবাহিনী! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের!

Indian Navy | আরব সাগরে মিসাইল ফায়ার করল ভারতীয় নৌবাহিনী! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের!
Key Highlights

মিসাইল ফায়ারের মহড়া ভারতে। INS সুরাত থেকে পরপর মিসাইল ফায়ার করা হয়।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই তিনবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী। এবার পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারতীয় নৌসেনা। আরব সাগরে মিসাইল ফায়ার করল ভারতীয় নৌবাহিনী! জানা গিয়েছে, আরবে সাগরে পাক নৌসেনার মহড়া চলছিল। তার মধ্যেই মিসাইল ফায়ারের মহড়া ভারতেরও। INS সুরাত থেকে পরপর মিসাইল ফায়ার করা হয়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পাক নৌসেনার মহড়ার পাল্টা বার্তা দিল ভারত। সেনা সূত্রে খবর, রাফাল এবং সুখোই দুই যুদ্ধবিমানকে নর্দার্ন কমান্ডে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।