Indian Immigrants | আরও ৪৮৭ ভারতীয়কে পাঠাচ্ছে আমেরিকা! হাতকড়া ইস্যুর মধ্যেই ঘোষণা বিদেশমন্ত্রকের

Saturday, February 8 2025, 6:33 am
highlightKey Highlights

বিদেশমন্ত্রক জানাল, আরও ৪৮৭ জনকে ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা।


দিন কয়েক আগেই সামরিক বিমান করে অবৈধভাবে আমেরিকায় বসবাসকারী ১০৪ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প সরকার। তাদের কোমরে বেড়ি, হাতে হাতকড়া পরিয়ে আনার জন্য শুরু হয়েছে ব্যাপক তর্ক বিতর্কও। কটাক্ষের মুখে পড়েছে মোদি সরকার। এই আবহে এবার বিদেশমন্ত্রক জানাল, আরও ৪৮৭ জনকে ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা। তবে মোট ৪৮৭ জন, নাকি প্রথম দফায় ১০৪ জন ছাড়া ৪৮৭ জন সেটা স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File