Chicken Neck | চিকেন নেকে ভারতীয় সামরিক বাহিনীর মহড়া 'তিস্তা প্রহার'! উত্তেজনা বাড়ছে বাংলাদেশ লাগোয়া পূর্ব সীমান্তে!
Friday, May 16 2025, 12:23 pm
Key Highlightsশিলিগুড়ির অদূরে চিকেন নেক এলাকার আশেপাশেই এই মহড়া দেয় ভারতীয় সেনা, আর্টিলারি বাহিনী, বায়ুসেনা।
সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি হয়ে 'যুদ্ধ' থামিয়েছে ভারত। কিন্তু এবার উত্তেজনা বাড়ছে বাংলাদেশ লাগোয়া পূর্ব সীমান্তে। উত্তরবঙ্গে তিন দিন ধরে চলেছে ভারতীয় সামরিক বাহিনীর 'তিস্তা প্রহার'। শিলিগুড়ির অদূরে চিকেন নেক এলাকার আশেপাশেই এই মহড়া দেয় ভারতীয় সেনা, আর্টিলারি বাহিনী, বায়ুসেনা। মহড়ায় অংশগ্রহণ করেছিল সেনার ইনফ্যানট্রি, আর্টিলারি, আর্মড কোর, আর্মি অ্যাভিয়েশন, ইঞ্জিনিয়ার্স এবং সিগনালস। পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তপ্ত পরিস্থিতিতে চিকেন নেকে সেনার মহড়া বেশ তাৎপর্যপূর্ণ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- শিলিগুড়ি
- সেনাবাহিনী
- ভারতীয় সেনা
- ভারতীয় সেনা
- সেনাকর্মী
- মহড়া
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ

