আন্তর্জাতিক

Ukraine | রাশিয়ার হয়ে যুদ্ধ লড়তে গিয়ে ইউক্রেন সেনার হাতে বন্দি ভারতীয় যুবক!

Ukraine | রাশিয়ার হয়ে যুদ্ধ লড়তে গিয়ে ইউক্রেন সেনার হাতে বন্দি ভারতীয় যুবক!
Key Highlights

জেলযাত্রা এড়ানোর প্রচেষ্টায় রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিতে গিয়ে ইউক্রেন সেনার হাতে বন্দি ভারতীয় যুবক।

জেলযাত্রা এড়ানোর প্রচেষ্টায় রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিতে গিয়ে ইউক্রেন সেনার হাতে বন্দি ভারতীয় যুবক। পড়াশুনোর জন্য ২০২৪ সালে ভারত থেকে রাশিয়া পাড়ি দিয়েছিলেন গুজরাটের মোরবির বাসিন্দা মাজোতি সাহিল মহম্মদ হুসেন। তবে পরে মাদক মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ৭ বছরের জেল হয় তাঁর। কিন্তু অভিযোগ, জেলযাত্রা এড়াতে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় মাজোতিকে। সম্প্রতি দুটি ভিডিও সামনে আসে, যেখানে মাজোতি সরাসরি কেন্দ্র এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন।