দেশ

Indian Justice | ১০ লক্ষ নাগরিক পিছু ১৫ জন বিচারক! হাইকোর্টগুলিতে খালি ৩৩ শতাংশ বিচারপতির পদ!

Indian Justice | ১০ লক্ষ নাগরিক পিছু ১৫ জন বিচারক! হাইকোর্টগুলিতে খালি ৩৩ শতাংশ বিচারপতির পদ!
Key Highlights

২০২৫ সালের ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট বলছে, দেশে বিচারকের সংখ্যা ২১ হাজার ২৮৫। অর্থাৎ প্রতি ১০ লক্ষ নাগরিক পিছু ১৫ জন বিচারক রয়েছেন।

১৪০ কোটির দেশে কি মামলা শোনার জন্য পর্যাপ্ত বিচারক রয়েছে? ২০২৫ সালের ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট বলছে, দেশে বিচারকের সংখ্যা ২১ হাজার ২৮৫। অর্থাৎ প্রতি ১০ লক্ষ নাগরিক পিছু ১৫ জন বিচারক রয়েছেন। এই সংখ্যা হওয়া উচিত ৫০। কিন্তু দেশের হাইকোর্টগুলিতে ৩৩ শতাংশ বিচারপতির পদ খালি রয়েছে। জেলা বিচারব্যবস্থায় তা ২১ শতাংশ। দেশে মহিলা বিচারক রয়েছেন ৩৮ শতাংশ। রিপোর্ট বলছে, ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা আদালতগুলিতে ৩টি মামলার মধ্যে ১টি মামলা ৩ বছরের বেশি সময় ধরে ঝুলে রয়েছে। এক্ষেত্রে বিহার রয়েছে সবার ওপরে।