খেলাধুলা

Neeraj Chopra | পোল্যান্ডে ছন্দপতন, ৮৪.১৪ মিটার জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থান দখল করলেন নীরজ

Neeraj Chopra | পোল্যান্ডে ছন্দপতন, ৮৪.১৪ মিটার জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থান দখল করলেন নীরজ
Key Highlights

শুক্রবার পোল্যান্ডের জানুস কসজিনস্কি মেমোরিয়াল প্রতিযোগিতায় ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

পোল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে জানুস কসজিনস্কি মেমোরিয়াল প্রতিযোগিতা। শুক্রবার এই প্রতিযোগিতায় ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ৮৪.১৪ মিটার জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। ৮৬.১২ মিটারের সেরা থ্রো করে প্রথম স্থান অধিকার করেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। এদিন ছটি প্রচেষ্টার মধ্যে তিনটিতে ফাউল করেছিলেন নীরজ। ষষ্ঠ তথা শেষ প্রচেষ্টায় নীরজ ৮৪.১৪ মিটার ছুড়ে এই টুর্নামেন্টের দৌড়ে ফিরে আসেন। দ্বিতীয় স্থান দখল করেন তিনি।