Indian Hockey Team | দক্ষিণ কোরিয়াকে ৪:১ গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় হকি টিম

Monday, September 16 2024, 1:12 pm
Indian Hockey Team | দক্ষিণ কোরিয়াকে ৪:১ গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় হকি টিম
highlightKey Highlights

হকিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চিনের বিপক্ষে ফাইনালে উঠে গেল ভারতীয় হকি দল।


এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে উঠলো ভারতীয় হকি টিম। এদিন সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪:১ গোলে ম্যাচ জিতে ফাইনালে উঠে গেলেন সুখজিৎরা। ম্যাচে ১৩ মিনিটে ভারতকে এগিয়ে দিয়েছিলেন উত্তম সিং। দ্বিতীয় গোল এল ১৯ মিনিটে। হাফটাইমের আগেই ২:০ গোলে এগিয়ে যায় ভারত। তৃতীয় কোয়ার্টার শুরু হতেই ফের আঘাত। গোল করলেন জার্মানপ্রীত। খানিক পরেই চতুর্থ গোল করে ভারত। পেনাল্টি কর্নার থেকে ম্যাচে দ্বিতীয় গোল তাঁর। ভারত জিতে যায় ৪:১ গোলে। এবার ভারত ফাইনালে খেলবেন চিনের সঙ্গে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File