Arvindh Chithambaram | বর্ষশেষে বড়ো উপহার, গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরাকে হারালেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার অরবিন্দ চিথাম্বরম
Tuesday, December 31 2024, 3:08 pm
Key Highlights
বিশ্ব ব্লিটস চ্যাম্পিয়নশিপে গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরাকে হারালেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার অরবিন্দ চিথাম্বরম।
এবছর দাবার কোর্টে একের পর এক চেকমেট করছে ভারত। বিশ্ব ব্লিটস চ্যাম্পিয়নশিপে বিশ্বের তিন নম্বর দাবাড়ু মার্কিন গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরাকে হারালেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার অরবিন্দ চিথাম্বরম। তিন মিনিটের ব্লিটজ চেস ক্লাসিকাল চেজের থেকেও কঠিন। ব্লিটজ চেসে সাম্প্রতিককালে নাকামুরাকে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হতো। এবার তাঁরই দেশের নিউ ইয়র্কে গিয়ে নাকামুরাকে হারিয়ে দিলেন ভারতীয় উঠতি তারকা অরবিন্দ। আগে সতীর্থ অর্জুন এরিগাইসির কাছে হারলেও নাকামুরাকে হারিয়ে বর্ষশেষের চমক দিলেন অরবিন্দ।