Online Gaming Law | অনলাইনে জুয়া খেললেই হতে পারে ৭ বছর পর্যন্ত জেল! নয়া গেমিং আইন আনছে কেন্দ্র!
Tuesday, August 19 2025, 4:13 pm

অনলাইন গেমে আর্থিক প্রতারণার শিকার হয়ে অথবা বেটিংয়ের ফলে নিঃস্ব হয়ে আত্মহত্যার প্রবণতা রুখতে বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার।
অনলাইন গেমে আর্থিক প্রতারণার শিকার হয়ে অথবা বেটিংয়ের ফলে নিঃস্ব হয়ে আত্মহত্যার প্রবণতা রুখতে বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার। নয়া গেমিং আইন আনছে কেন্দ্র। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন বিলে ছাড়পত্র দিয়ে দিয়েছে বলে খবর। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই লোকসভায় বিলটি পেশ করা হতে পারে। জানা গিয়েছে, এই আইন চালু হলে অস্বীকৃত অ্যাপে ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করা যাবে না। এছাড়াও অস্বীকৃত বেটিং অ্যাপে জুয়া খেললে বা রিয়াল মানি গেমিং অ্যাপ চালালে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারত সরকার
- কেন্দ্রীয় সরকার
- আর্থিক প্রতারণা
- প্রতারণা
- আইন