U19 Women's Asia Cup | শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের মেয়েরা! এরপর মুখোমুখি বাংলাদেশ
মেয়েদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।
মেয়েদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে উঠলো ভারত। শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সেমিফাইনালে ভারতের মেয়েরা মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেমিফাইনালের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ২০ ওভারে ৯ উইকেট খুইয়ে মাত্র ৯৮ রান তোলে শ্রীলঙ্কার অনূর্ধ্ব ১৯ দলের মেয়েরা। পাল্টা ব্যাট হাতে নেমে ১৪.৫ ওভারেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। মেয়েদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। রবিবার হবে ফাইনাল ম্যাচ।