India vs West Indies | অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে মাত্র ৪.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজকে হারালো ভারতের মেয়েরা
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয় হাসিল করলো ভারতের মেয়েরা।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয় হাসিল করলো ভারতের মেয়েরা। বিশ্বকাপের প্রথম ম্যাচটা ভারত ৯ উইকেটে জিতল ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দ্বিতীয় দিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ়। তারা মাত্র ১৩.২ ওভারে তারা ১০ উইকেট হারিয়ে মাত্র ৪৪ রানে গুটিয়ে যায়।অন্যদিকে, মাত্র ৪.২ ওভারে ৪৭ রান করে ভারতের মেয়েরা। তবে এক উইকেট হারায় ভারত। গঙ্গাডি তৃষা মাত্র ৪ রান করে আউট হন।