Indian Football Team | কাফা কাপে বাজিমাত দেশি কোচ খালিদের, ওমানকে ৩:২ গোলে ওড়ালো ভারতের ছেলেরা
Tuesday, September 9 2025, 5:05 am

প্রথম টুর্নামেন্টেই ভারতকে সাফল্য এনে দিলেন নয়া কোচ খালিদ। কাফা নেশন্স কাপে ওমানকে টাইব্রেকারে উড়িয়ে ৩:২ গোলে জিতল ভারতের ব্লু টাইগার্সরা।
দেশি কোচেই বাজিমাত। প্রথম টুর্নামেন্টেই ভারতকে সাফল্য এনে দিলেন খালিদ। কাফা নেশন্স কাপে ওমানকে টাইব্রেকারে উড়িয়ে ৩:২ গোলে জিতল ভারতের ব্লু টাইগার্সরা। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের পর অতিরিক্ত সময়েও ফলাফল ছিল ১:১। টাইব্রেকারেই জ্বলে উঠলো ভারতের ছেলেরা। খালিদের ‘হোল্ড’, ‘আপ’, ‘ক্লিয়ার’, ‘ম্যান অন’ নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে ওমানের কফিনে শেষ পেরেকটা পুঁতলেন গুরপ্রীত। ভারতের থেকে ৫৪ ধাপ এগিয়ে থাকা দলের বিরুদ্ধে এই জয় কি তবে নতুন যুগের সূচনা? আশায় ক্রীড়াপ্রেমীরা।