Anuparna Roy | বিশ্বমঞ্চে জয়জয়কার ভারতের, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালক অনুপর্ণা রায়

সেরা পরিচালকের খেতাব জয় অনুপর্ণা রায়ের। ‘অরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জয় করেছেন তিনি।
৮২ তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ‘অরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন পরিচালক অনুপর্ণা রায়। ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ ছবিটির জন্যে পুরস্কার জিতলেন তিনি। সাদা শাড়ি পড়া অনুপর্ণার হাতে পুরস্কার তুলে দেন ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনো। ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ ছবিটি মুম্বইনিবাসী দুই মহিলার গল্প। পরিচালক বলেন, “আমি প্রযোজক অনুরাগ কাশ্যপ এবং সমস্ত কলাকুশলীকে ধন্যবাদ জানাই। আমার ডিওপি অশীতিপর গাফার দেবজিৎ বন্দ্যোপাধ্যায়কেও অশেষ ধন্যবাদ। আমার শহর, আমার দেশের প্রত্যেককে এই পুরস্কার উৎসর্গ করছি।”