Youtuber Jyoti Malhotra | পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, গ্রেফতার ভারতের জনপ্রিয় মহিলা ইউটিউবার!

Saturday, May 17 2025, 12:31 pm
highlightKey Highlights

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হরিয়ানার হিসারের বাসিন্দা ও জনপ্রিয় ইউটিউবার জ্যোতি সামারিরা।


পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হরিয়ানার হিসারের বাসিন্দা ও জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ‘ট্রাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল ও ইন্সটাগ্রাম পেজ চালান জ্যোতি। তিন বার পাকিস্তান গিয়েছেন। সেখানেই তার সঙ্গে পরিচয় সেই দেশের হাই কমিশনের কর্মী এহসান উর রহিম ওরফে দানিশ নামে একজনের সঙ্গে। পুলিশের অনুমান, সেই সূত্রেই পাকিস্তানের ISIর প্রতিনিধিদের সঙ্গে যুক্ত হন জ্যোতি। এরপর পাকিস্তানি এজেন্টদের বিভিন্ন তথ্য পাঠাতেন জ্যোতি। বিনিময়ে পেতেন মোটা টাকার পেমেন্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File