Thailand-Cambodia | থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধপরিস্থিতি, সেদেশের ভারতীয়দের সতর্ক করলো ইন্ডিয়ান এমব্যাসি

‘এমারেলড ত্রিকোণে’ রয়েছে বেশ কয়েকটি প্রাচীন মন্দির। ওই মন্দিরগুলিকে নিয়ে সংবেদনশীল তিন দেশের সাধারণ মানুষেরা।
‘এমারেলড ত্রিকোণ’ নিয়ে ফের সংঘর্ষ শুরু হয়েছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে। ওই এলাকাটিতে কম্বোডিয়া, থাইল্যান্ডের বেশ কয়েকটি প্রাচীন মন্দির রয়েছে। মন্দিরগুলির দখল নিয়েই বছর পনেরো আগেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয় দুদেশের মধ্যে। নতুন করে গত মে মাসে সংঘর্ষ শুরু হয়েছে। উত্তরোত্তর বাড়ছে সমস্যা। এই পরিস্থিতিতে শুক্রবার থাইল্যান্ডে থাকা ভারতীয় নাগরিক এবং পর্যটকদের সতর্ক করল ইন্ডিয়ান এমব্যাসি। আপাতত ৭টি প্রদেশে যাওয়া এড়িয়ে যেতে বলা হয়েছে পর্যটকদের। উল্লেখ্য, ওই প্রদেশগুলিতে ২০টি টুরিস্ট স্পট রয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- থাইল্যান্ড
- যুদ্ধ
- প্রাচীনতম মন্দির
- ভারতীয়
- ভারত
- ভারতীয় দূতাবাস