Israel-Hezbollah । উত্তপ্ত ইজরায়েল-লেবানন সীমান্ত! এমারজেন্সি নম্বর ও ইমেল দিয়ে লেবাননের ভারতীয়দের জন্য বিজ্ঞপ্তি জারি করলো দূতাবাস

Monday, July 29 2024, 12:34 pm
Israel-Hezbollah । উত্তপ্ত ইজরায়েল-লেবানন সীমান্ত! এমারজেন্সি নম্বর ও ইমেল দিয়ে লেবাননের ভারতীয়দের জন্য বিজ্ঞপ্তি জারি করলো দূতাবাস
highlightKey Highlights

লেবাননের ভারতীয়দের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে লেবাননের ভারতীয় দূতাবাস।


বিগত ১০ মাস ধরে চলছে  হামাস-ইজরায়েল যুদ্ধ।এদিকে গত কয়েক মাস ধরেই উত্তপ্ত হয়ে আছে ইজরায়েল-লেবানন সীমান্ত। এই পরিস্থিতিতে লেবাননের ভারতীয়দের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে লেবাননের ভারতীয় দূতাবাস। সকলকে সতর্ক করে বলা হয়েছে, ‘লেবাননের সমস্ত ভারতীয় নাগরিক এবং যাঁরা লেবাননে ভ্রমণের পরিকল্পনা করছেন তাঁরা সতর্কতা অবলম্বন করুন। বেইরুটে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে সকলকে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।' যেকোনও সাহায্যের জন্য cons.beirut@mea.gov.in- ইমেলে ও এমারজেন্সি নম্বর 96176860128তে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File