ভারতীয় অর্থনীতি সামলে উঠছে অতিমারির ধাক্কা, জানাল আরবিআই।
Monday, November 20 2023, 10:49 am

অর্থনীতি ঘুরে দাঁড়ানোর দাবি করলেও খুচরো পণ্যের বেলাগাম মূল্যবৃদ্ধিতে উদ্বিগ্ন শীর্ষ ব্যাঙ্ক। অতিমারির ধাক্কা সামলে দ্রুত কাটিয়ে ওঠার সমস্ত লক্ষণই দেখা যাচ্ছে ভারতীয় অর্থনীতিতে। এমনটাই দাবি করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। দেশে আর্থিক অবস্থা নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে আরবিআই জানিয়েছে, এখনও কিছু বাধাবিপত্তি থাকলেও দ্রুত উন্নয়নের পথেই এগোচ্ছে ভারতীয় অর্থনীতি। আরবিআইয়ের মতে, “নভেম্বরের মূল্যায়ন রিপোর্ট অনুযায়ী, ভারতীয় অর্থনীতি যে কোভিড-১৯-এর অতল গহ্বর থেকে নিজেকে টেনে তুলছে, এমন অসংখ্য প্রমাণ পাওয়া গিয়েছে। যে গতিতে দেশের অর্থনীতি এগোচ্ছে, তাতে অর্থনীতির উন্নয়ন নিয়ে বহু ভবিষ্যৎবাণীই ভুল প্রমাণিত হবে।”
- Related topics -
- অর্থনৈতিক
- ভারত
- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া