Golden Globe Awards 2025 । গোল্ডেন গ্লোবে জোড়া নমিনেশন, পায়েলের ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ এর জেরে জয়জয়কার ভারতের
Wednesday, December 11 2024, 1:04 pm
Key Highlights
গোল্ডেন গ্লোবে নন ইংরেজি ভাষার বিভাগে সেরা মোশন পিকচারে মনোনয়ন পেয়েছে পায়েল কাপাডিয়া পরিচালিত সিনেমা অল উই ইমাজিন অ্যাজ লাইট।
বিদেশের মাটিতে আরও একবার জয়জয়কার ভারতের। ৯ই ডিসেম্বর ৮২ তম গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য নন ইংরেজি ভাষার বিভাগে সেরা মোশন পিকচারে মনোনয়ন পেয়েছে পায়েল কাপাডিয়ার সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। সেরা পরিচালক বিভাগে মনোনীত হয়েছেন পায়েল কাপাডিয়াও। কানি কুসরতি, দিব্যা প্রভা এবং ছায়া কদম অভিনীত এই সিনেমায় তিনজন মহিলার গল্প বলা হয়েছে। দুজন নার্স, প্রভা এবং অনু তাদের বন্ধু পার্বতীর হাত ধরে প্রথম মুম্বই শহরে আসে, এখান থেকেই শুরু সিনেমাটি।
- Related topics -
- বিনোদন
- সিনেমাহল
- বলিউড
- ওয়েব কনটেন্ট
- ওয়েব সিরিজ
- পরিচালক
- অভিনেত্রী
- অস্কার মনোনয়ন
- গোল্ডেন গ্লোব পুরস্কার